নিজস্ব প্রতিবেদন: গোয়ার দায়িত্ব সামলাবেন মনোহর পর্রীকরই। জানিয়ে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবে, কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভার অদবদল করা হবে বলেও জানান তিনি। রবিবার একটি টুইটে বিজেপি সভাপতি জানিয়েছেন, গোয়ার বিজেপি কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, অগ্ন্যাশয়ের সংক্রমণ নিয়ে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- টিডিপি সাংসদ ও এক নেতাকে প্রকাশ্যে খুন করল মাওবাদীরা


মুখ্যমন্ত্রীর অসুস্থততা হওয়ার দরুন গত ছয় মাস ধরে প্রশাসিক কাজকর্ম থেমে রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। কংগ্রেসের আরও অভিযোগ, আমলাদের মধ্যেও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। গোয়ার গভর্নরের কাছে চিঠি দিয়ে নতুন সরকার গঠনের প্রস্তাব রাখে কংগ্রেস। যদিও কংগ্রেসের আর্জিতে সাড়া দেননি গভর্নর মৃদুলা সিনহা। এ দিকে গোয়ায় বিজেপি শরিকের মধ্যে নেতৃত্ব নিয়ে মতবিরোধ তৈরি হয়। পর্রীকরের অনুপস্থিতিতে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে ছিলেন মহরাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিধায়ক দীপক দভলিকর। তবে, জোটের অন্য একটি শরিক গোয়া ফরওয়ার্ড পার্টি বিরোধিতা করে।  জিএফপির প্রধান তথা কৃষিমন্ত্রী বিজয় সরদেশাইয়ের কটাক্ষ, এমজিপির ইচ্ছা মতো কোনও কিছু হবে না। জোট সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। সোমবার শরিক দলের সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেছে বিজেপি।


আরও পড়ুন- রাফাল দুর্নীতির অভিযোগে রাহুলকে সমর্থন পাকিস্তানের,'আন্তজার্তিক মহাজোট', খোঁচা অমিতের


উল্লেখ্য, গোয়ায় যদি কোনওভাবে সরকার পড়ে, তাহলে এই মুহূর্তে সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে কংগ্রেসই। গোয়াতে এখন কংগ্রেসর ১৬ জন বিধায়ক। আর ম্যাজিক ফিগার ২১। এদিকে, বিজেপির ১৪টি বিধায়ক এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (৩), গোয়া ফরওয়ার্ড পার্টি (৩), ন্যাশনাল কংগ্রেস পার্টি (১), নির্দল (৩) নিয়ে তৈরি হয়েছে মনোহর পর্রীকরের সরকার।