`শশ্মানের নাম সুকমা`, ছত্তিসগড়ে মাওবাদী হামলায় মৃত্যু ২৬ CRPF জওয়ানের
ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী হানা। দক্ষিণ বাস্তারে নিহত হলেন ২৬ জন CRPF জওয়ান। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ বুরকাপাল-চিন্তাগুফা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় CRPF জওয়ানরাও। হামলায় আহত হন বেশ কয়েকজন জওয়ান। পরে তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, নিহত সকলেই CRPF-এর ৭৪ নং ব্যাটেলিয়নের। সংঘর্ষ এখনও জারি রয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ১০ কেজি বিস্ফোরক নষ্ট করতে পেরেছে জওয়ানরা। তল্লাসি অভিযান শুরু হয়েছে। এ বছরের গোঁড়ায় এই জেলাতেই মাওবাদী হানায় নিহত হন ২৬জন জওয়ান।
ওয়েব ডেস্ক: ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী হানা। দক্ষিণ বাস্তারে নিহত হলেন ২৬ জন CRPF জওয়ান। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ বুরকাপাল-চিন্তাগুফা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় CRPF জওয়ানরাও। হামলায় আহত হন বেশ কয়েকজন জওয়ান। পরে তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, নিহত সকলেই CRPF-এর ৭৪ নং ব্যাটেলিয়নের। সংঘর্ষ এখনও জারি রয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ১০ কেজি বিস্ফোরক নষ্ট করতে পেরেছে জওয়ানরা। তল্লাসি অভিযান শুরু হয়েছে। এ বছরের গোঁড়ায় এই জেলাতেই মাওবাদী হানায় নিহত হন ২৬জন জওয়ান।
সুকমা। দক্ষিণ বস্তারের প্রত্যন্ত জেলা। মাওবাদীদের হটবেড। দুর্গম এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে। পাহারায় ছিলেন CRPF-এর চুয়াত্তর নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। আচমকা অ্যামবুশ। বুরকাপাল-চিন্তনগুফা দিয়ে এগোচ্ছিল CRPF-এর রোড ওপেনিং পার্টি। আচমকা ঘন জঙ্গলের মধ্যে থেকে ধেয়ে আসে গুলি। চারপাশ থেকে ঘিরে ধরে শুরু হয় গুলিবৃষ্টি। মুহুর্তে লুটিয়ে পড়েন কয়েকজন জওয়ান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাল্টা জবাব দেন তাঁরা। শুরু হয় গুলির লড়াই। দ্রুত ঘটনাস্থলে পৌছয় অতিরিক্ত বাহিনী। পাঠানো হয় সিআরপিএফের কোবরা বাহিনীও। এলাকা ঘিরে রেখে শুরু হয় তল্লাশি অভিযান। হেলিকপ্টারে রায়পুর নিয়ে আসা হয় আহত জওয়ানদের।
এই ঘটনার কড়া নিন্দা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। সুকমায় মাওবাদী হানার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।