ওয়েব ডেস্ক : ঝাড়খণ্ডতে মাওবাদীদের ক্যাম্প ধ্বংস করল নিরাপত্তারক্ষী বাহিনী। সেই সঙ্গে গ্রেফতার করা হল এক মাওবাদী কমান্ডারকে। সোমা মুণ্ডা নামে ওই মাও কমান্ডারের ওপর ৫০ হাজার টাকার পুরস্কার ধার্য করেছিল পুলিস। ঝাড়খণ্ডের খুটির ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Z প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হল যোগী আদিত্যনাথকে


পুলিস সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই গিরিডির ওই মাওবাদী ক্যাম্পের খবর মিলছিল। সেখান থেকে বড় ধরনের হামলার ছক কষছিল মাওবাদীরা বলেও জানিয়েছে পুলিস। এরপরই CRPF-কে নিয়ে সেখানে হামলা চালায় পুলিস।


ধৃত সোমা মুণ্ডার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৮ হাজার টাকা ও একাধিক অস্ত্র। পুলিস জানিয়েছে ঝাড়়খণ্ডের ১৮ থেকে ২৪টি জেলায় বর্তমানে মাওবাদী ক্যাম্প রয়েছে।