মেয়াদি আমানতে সুদের হার কমাল এসবিআই
নিজস্ব প্রতিবেদন: সীমিত অর্থের জমায় সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত ৩১ অক্টোবর দেশের সর্ববৃহত্ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক এসবিআই একটি নির্দেশিকা জারি করে সীমিত অর্থের জমায় ০.০৫ শতাংশ সুদ কমানোর কথা জানিয়ে দেয়। নতুন মাসের পয়লা দিন থেকেই তা কর্যকর করা হবেও উল্লেখ করা হয় ওই নির্দেশিকায়। অর্থাৎ, চলতি মাসের পয়লা তারিখ থেকেই সীমিত অর্থের জমায় সুদের হার কমল ০.০৫ শতাংশ।
আরও পড়ুন- মধ্যবিত্তের জন্য সুখবর! বাড়ি ও গাড়ির ঋণের ওপর সুদ কমাল এসবিআই
উল্লেখ্য, নোট বাতিলের পর এবছরের শুরুতেই সুদের হার কমিয়েছিল এসবিআই। বছর ঘুরতে না ঘুরতেই ১০ মাসের মাথায় ফের মেয়াদি আমানতে সুদ কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক। ব্যাঙ্কিং বিশেষজ্ঞরা মনে করছেন, এসবিআই-এর এই সিদ্ধান্ত প্রভাব ফেলবে ভারতের বেসরকারি এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতেও। ফলে, আইসিসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস-এর মত বেসরকারি ব্যাঙ্কগুলিও এবার এসবিআইয়ের পথেই হাঁটতে পারে বলে অনুমন করছে বিশেষজ্ঞ মহল। যার ফলে মধ্যবিত্ত তো বটেই, প্রবীণ নাগরিকরাও সমস্যায় পড়বে বলে মত অনেকেরই।
আরও পড়ুন- সংসদে পাশ হওয়া আইন পশ্চিমবঙ্গ সরকার চ্যালেঞ্জ করে কী করে, বিস্মিত সুপ্রিম কোর্ট