ওয়েব ডেস্ক : ধর্ষণে অভিযুক্তকে বিয়ে করতে হবে নির্যাতিতার। নির্দেশ পঞ্চায়েতের। এই নির্দেশ নির্যাতিতার প্রতি 'সুবিচার' বলে জানিয়ে দিলেন গ্রামের বড়রা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশের সাহরানপুর জেলার শাহখুর্দ গ্রাম। নির্যাতিতা ও অভিযুক্ত দুজনেই এই গ্রামের বাসিন্দা, একই সম্প্রদায়ের। দুজনেরই বয়স বছর ২০। গ্রামবাসীরা জানিয়েছে,  ১০ বছর আগে ওই যুবতীর বাবা মারা যান। মায়ের সঙ্গে একাই থাকতেন ওই যুবতী। অভিযোগ, সেই সুযোগে গত বৃহস্পতিবার তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। পরের দিন, পুলিসে অভিযোগ জানান ওই যুবতী।


তারপর থেকেই ১ লাখ টাকার বিনিময়ে, অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই যুবতীকে অভিযুক্তের বাবা ও আত্মীয়রা চাপ দিতে থাকে বলে অভিযোগ। শেষমেশ মিটমাট করতে এগিয়ে আসে পঞ্চায়েত। নির্দেশ দেয় অভিযুক্তকেই বিয়ের। আজ বুধবার সেই বিয়ে হওয়ার কথা।


আরও পড়ুন, ৪০০ টাকা জোগাড় হয়নি; বাবার দেহ ভ্যানে টেনেই নিয়ে চললেন ছেলে!