নিজস্ব প্রতিবেদন : ভয়াবহ আগুনের গ্রাসে মুম্বইয়ের বহুতল। মুম্বইয়ের প্যারেল এলাকা হিন্দমাতা সিনেমার কাছে ক্রিস্টাল টাওয়ারে আগুন লেগেছে। বহুতলের উপরের তলাগুলি আগুনের গ্রাসে। বহু বাসিন্দা আটকে পড়েছেন ওই বহুতলে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ১৬ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। স্থানীয়রা জানিয়েছেন, বহু মানুষ ওই বহুতলে আটকে পড়েছেন। ক্রেনের সাহায্যে উদ্ধার করা হচ্ছে তাঁদের। দমকলের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, লেভেল-২ ক্যাটেগরির আগুন লেগেছে। কিন্তু পরে আগুনের তীব্রতা আরও বাড়ে। লেভেল-৩ আগুন বলে দমকলের তরফে জানানো হয়েছে। পরিস্থিতি আয়ত্তের মধ্যে আছে বলে জানিয়েছে প্রশাসন।




প্রসঙ্গত, ১৩ অগাস্টও মুম্বইয়ের প্যারেল এলাকায় আগুন লেগেছিল। ১২টি দমকলের ইঞ্জিন সেই আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, ২০১৭-র ২৯ ডিসেম্বর, মুম্বইয়ের কমলা মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। ১৪ জন প্রাণ হারান। সেই ঘটনার পর থেকে সুরক্ষা নিশ্চিত করতে একাধিক বিধিনিষেধ লাগু করে প্রশাসন। কিন্তু, সেই বিধিনিষেধ বাস্তবে কতটা মানা হচ্ছে, বার বার এই অগ্নিকাণ্ডের ঘটনার পর তা নিয়েই প্রশ্ন উঠছে।