নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সাত সকালে নভি মুম্বইয়ের ওএনজিসি-র প্ল্যান্টে বিধ্বংসী আগুন! নভি মুম্বইয়ের উড়ান এলাকার এই প্ল্যান্টের আগুনে এখনও পর্যন্ত বেশ কয়েক জনের মৃত্যুর খবর মিলেছে। পর পর বিস্ফোরণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। পরিস্থিতি ভয়াবহতাকে নজরে রেখে সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি দল। পরিস্থিতি সামাল দিতে আগেই কাজ শুরু করেছিল ওএনজিসি-র অগ্নিনির্বাপক দল। জানা গিয়েছে, প্ল্যান্টের আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের পুলিস কমিশনার সঞ্জয় কুমার জানান, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ নভি মুম্বইয়ের উড়ান এলাকার ওই প্ল্যান্টে আগুন লাগে। সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন ওএনজিসি-র কর্মী ও বাকি তিন জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর কর্মী। এই ঘটনায় অগ্নিদগ্ধ ৮ জনের মধ্য ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 



আরও পড়ুন: দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! মৃত ২, ধ্বংসস্তুপের নিচে আটকে অনেকে


ওএনজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্ল্যান্টের গ্যাস ইতিমধ্যেই গুজরাটের হাজিরা প্লান্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।