দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল! মৃত ২, আহত অনেকে
দমকল সূত্রে খবর, সোমবার রাত ১১টা ২৯ মিনিট নাগাদ ফোন করে বহুতল ভেঙে পড়ার খবর জানানো হয়।
নিজস্ব প্রতিবেদন: চার তলা আবাসনের এক তলায় একটি অনুষ্ঠান চলছিল। আবাসনের বাসিন্দারা ছাড়াও অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় অনেকে। হঠাতই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের একাংশ! এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন অনেকে।
Delhi: Two persons dead & three injured after a four-storey building collapsed in Seelampur, last night. pic.twitter.com/lgFEjrW5dB
— ANI (@ANI) September 3, 2019
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির সিলামপুর এলাকার একটি বহুতলে। দমকল সূত্রে খবর, সোমবার রাত ১১টা ২৯ মিনিট নাগাদ ফোন করে বহুতল ভেঙে পড়ার খবর জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ট্রাক। মধ্যরাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত মোট ৬ জনের উদ্ধারের খবর মিলেছে। ঘটনায় মৃত ২ জনের মধ্যে একজনের নাম হিনা (২২)। হিনার দেহটি তাঁর দাদা সনাক্ত করেন। আর একজন মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
#UPDATE Delhi: One dead in collapse of a four-storey building in Seelampur. Rescue operations still underway. https://t.co/umbmXONdOG
— ANI (@ANI) September 2, 2019
আরও পড়ুন: সংখ্যালঘুদের জন্য পাকিস্তান এখন নরক, ইমরান খান সরকারকে তুলোধনা করলেন নকভি
জানা গিয়েছে, সিলামপুরের এই বহুতলে বিগত কয়েকদিন ধরে মেরামতির কাজ চলছিল। এর মধ্যেই এই বিপর্যয় ঘটে গেল। দমকল সূত্রে খবর, বহুতলটির ধ্বংসস্তুপের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে।