Dhanbad Fire: ধানবাদে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪
ব্যবধান মাত্র দিন চারেকে। ফের অগ্নিকাণ্ড ধানবাদে। মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
বাসুদেব চট্টোপাধ্যায়: ফের অগ্নিকাণ্ড ধানবাদে। এবার আগুন লাগল একটি বহুতল আবাসনে। অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত ১৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তখন মধ্যরাত। শুক্রবার আগুনে লেলিহান শিখা গ্রাসে চলে গিয়েছিল ধানবাদের একটি ক্নিনিক। বিকট শব্দে ঘুমে ভেঙে গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়েছিল অনেকটাই। প্রাণ হারিয়েছিলেন চিকিৎসক দম্পতি-সহ ৬ জন। এদিন আশীর্বাদ টাওয়ার নামে আগুন লাগে, সেই বহুতলটি ওই ক্নিনিকের পিছনে দিকে। টুুইটে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
শেষ পাওয়া খবর, যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে দমকল। বহুতলে আটকে পড়েছেন অনেকেই। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। আগুন লাগার কারণ স্পষ্ট নয় এখনও।