মর্মান্তিক ভিডিও: সজোরে ধাক্কা সপরিবার বাইক আরোহীকে
সংবাদ সংস্থা এএনআই-এর একটি টুইটার হ্যান্ডেলে প্রকাশিত হওয়া ভিডিও-য় ধরা পড়েছে ওই মর্মান্তিক দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি ছোট্ট ম্যাটাডোর সজোরে ধাক্কা মারে মোটর সাইকেলটিকে।
নিজস্ব প্রতিবেদন: শুনশান রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। সজোরে মোটর সাইকেলকে ধাক্কা মেরে উধাও গাড়ি। গাড়ির ধাক্কায় প্রায় দশ হাত দূরে ছিটকে পড়লেন বাইক আরোহী। সঙ্গে বছর দুয়েকের সন্তান এবং স্ত্রী। বরাত জোরে প্রাণে বাঁচলেন সবাই। তবে, গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে গুজরাটের বানাসকাঁথায়।
আরও পড়ুন- জুতো-মোজা নৈব নৈব চ, নীতীশ রাজ্যে চটি পায়ে পরীক্ষার দেবে পড়ুয়ারা
সংবাদ সংস্থা এএনআই-এর একটি টুইটার হ্যান্ডেলে প্রকাশিত হওয়া ভিডিও-য় ধরা পড়েছে ওই মর্মান্তিক দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি ছোট্ট ম্যাটাডোর সজোরে ধাক্কা মারে মোটর সাইকেলটিকে। তত্ক্ষণাত্ ছিটকে পড়ে বাইক আরোহী-সহ তাঁর সন্তান এবং স্ত্রী। তবে, দুই বছরের শিশুটি মাটি থেকে উঠে মায়ের কাছে ছুটে যায়। তখনও গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়েছেন মহিলা। ঘটনাটি ঘটিয়েই এলাকা থেকে উধাও ওই গাড়িটি। কিছু ক্ষণের মধ্যেই জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। তবে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কি না তা জানা যায়নি।
আরও পড়ুন- আধারের ছবি নাপসন্দ! এভাবে খুব সহজেই করে ফেলুন সমাধান
দেখুন ভিডিও