পুরসভার সাফাইকর্মী হতে চেয়ে আবেদন ১৮০০ জন মাস্টার ডিগ্রিধারীর!
একটা কঠিন প্রশ্নকে উসকে দিল আগ্রা পুরসভা। শিক্ষার উদ্দেশ্যটা কী ? একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে দেশের রোজগারির চিত্রটাও। আগ্রা পুর এলাকায় সাফাই কাজের জন্য কয়েকজন সাফাই কর্মী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল পুরসভা। তারপরই প্যান্ডোরা বক্স খোলার মত অবস্থা।
ওয়েব ডেস্ক : একটা কঠিন প্রশ্নকে উসকে দিল আগ্রা পুরসভা। শিক্ষার উদ্দেশ্যটা কী ? একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে দেশের রোজগারির চিত্রটাও। আগ্রা পুর এলাকায় সাফাই কাজের জন্য কয়েকজন সাফাই কর্মী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল পুরসভা। তারপরই প্যান্ডোরা বক্স খোলার মত অবস্থা।
আবেদনপত্র জমা পড়েছে অগুনতি। এখনও পর্যন্ত ৬৩ হাজার আবেদনপত্র পরীক্ষা করা গেছে। আর তার মধ্যে ১,৮৯০ জনেরই মাস্টার ডিগ্রি! প্রার্থীর ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছিল পঞ্চম শ্রেণি পাস। কিন্তু যাঁরা আবেদন করেছেন তাঁদের প্রায় সবাই ক্লাস টুয়েলভ পাস। গ্র্যাজুয়েটের সংখ্যাও চোখে পড়ার মত।