ওয়েব ডেস্ক : দেশের সব ডাক্তারকে লিখতেই হবে ওষুধের জেনেরিক নাম। সব রাজ্যে নির্দেশিকা পাঠিয়ে দিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। নজরদারির নির্দেশ সব রাজ্যের মেডিকেল কাউন্সিলকে। ডাক্তাররা নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নিতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধামন্ত্রীর ঘোষণার এক সপ্তাহের মধ্যেই পৌছে গেল নির্দেশ। সব রাজ্যে। শুধু সরকারি নয়, এবার সব ডাক্তারকেই লিখতে হবে ওষুধের জেনেরিক নাম। নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে সব রাজ্যের মেডিকেল কাউন্সিলকে। সব মেডিকেল কলেজের ডিন অথবা প্রিন্সিপাল, সব হাসপাতালের ডিরেক্টর, সব রাজ্যের স্বাস্থ্যসচিব, মেডিকেল এডুকেশনের ডিরেক্টর, হেল‍থ সার্ভিসের ডিরেক্টরদের কাছে নোটিস পাঠিয়েছে MCI।


এই নির্দেশ মান্য করতে আরও প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যের মেডিকেল কাউন্সিলকে। নির্দেশ অমান্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে। এখনও এই নির্দেশিকা হাতে পাননি বলে দাবি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার। তবে, ২ বছর আগেই রাজ্যে এই নিয়ম চালু করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাদের কাছে বিষয়টি নতুন নয় মোটেই। রাজ্যের দাবি, তাদের দেখানো পথেই হাঁটছে কেন্দ্র। তবে এই নিয়মে গরিব রোগীরা যে উপকৃত হবেন, তা বলার অপেক্ষা রাখে না।


আরও পড়ুন, জ্বর-সর্দিকাশি, পেটখারাপ, পেইনকিলারের ৬০টি ওষুধ ''নিম্নমানের''! জেনে নিন