সোনিয়ার নেতৃত্বে শীর্ষ বৈঠকে কংগ্রেস
থমকেই আছে কংগ্রেস সহ সভাপতির পদোন্নতি। ভোটের আগেই ঘোষণা ছিল দলে সভাপতি পদ পেতে চলেছেন সোনিয়া পুত্র। উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ভোটে ভরাডুবির পর তা চলে যায় আন্ডারগ্রাউন্ডে। দীর্ঘ সাত মাস পর রাহুলকে দলের প্রেসিডেন্ট পদে উন্নীত করা নিয়ে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
ওয়েব ডেস্ক: থমকেই আছে কংগ্রেস সহ সভাপতির পদোন্নতি। ভোটের আগেই ঘোষণা ছিল দলে সভাপতি পদ পেতে চলেছেন সোনিয়া পুত্র। উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ভোটে ভরাডুবির পর তা চলে যায় আন্ডারগ্রাউন্ডে। দীর্ঘ সাত মাস পর রাহুলকে দলের প্রেসিডেন্ট পদে উন্নীত করা নিয়ে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
বৈঠকের পৌরহিত্য করছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রাষ্ট্রপতি নির্বাচন ও ২০১৯ এর লোকসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়েও আলোচনা হবে আজকের বৈঠকে। গতকালই দলের সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। মোদী জমানায় নেতাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে গতি আনার নির্দেশ দেন তিনি। (আরও পড়ুন-'রাম শত্রু'র মোকাবিলায় গীতাপাঠক রাহুল)