ওয়েব ডেস্ক: সব জল্পনার অবসান। তারিখ আর পিছোচ্ছে না। পয়লা জুলাই থেকেই সারা দেশে চালু হচ্ছে জিএসটি। জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।


ওয়ান নেশন ওয়ান ট্যাক্স চালু হওয়ার মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে মেগা লঞ্চ প্রোগ্রাম হাতে নিয়েছে মোদী সরকার। তিরিশে জুন মধ্যরাতে সংসদে সেন্ট্রাল হলে রাষ্ট্রপতির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সারা দেশে চালু হবে জিএসটি। থাকবেন, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের দুই কক্ষের সদস্যরা। ইউপিএ আমলে জিএসটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। মোদী জমানায় এসে যা বাস্তবায়িত হতে চলেছে। মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে এক ঘণ্টার অনুষ্ঠানে আমন্ত্রিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। (আরও পড়ুন- জিএসটি এফেক্ট: বাইকে দারুণ ছাড় বজাজের)