বড়সড় জঙ্গি হামলার অশনি সংকেত! দিল্লিতে ফিরেই জরুরি বৈঠকে অজিত ডোভাল
উপত্যকায় সন্ত্রাস দমনে আরও কড়া ব্যবস্থা নিতে শনিবার জরুরি বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হল। উপত্যকায় আরও ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, উপত্যকায় সন্ত্রাস দমনে আরও কড়া ব্যবস্থা নিতে শনিবার জরুরি বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সম্প্রতি দু’দিনের জম্মু-কাশ্মীর সফর সেরে ফেরেন অজিত ডোভাল। তার পরই এই বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে উপত্যকায়। সূত্রের খবর, দু’দিনের এই সফরে জম্মু-কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ সেনা এবং পুলিশের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। সীমান্ত থেকে ক্রমাগত অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপ রুখতে তত্পর হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জম্মু-কাশ্মীরে ১০ হাজার সেনা মোতায়েনের ঘটনায় তারই প্রমাণ মিলল।
আরও পড়ুন: জঙ্গিদের অর্থ সাহায্য, ৪ সন্দেহভাজনের খোঁজে বারামুলায় তল্লাশি এনআইএ-র
উপত্যকায় এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। এই অবস্থায় রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন আরও কড়া নিরাপত্তার। গোয়েন্দা সূত্রে খবর, এরই মধ্যে জম্মু-কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিদের ‘স্লিপার সেল’। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানান, অমরনাথ যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করতে আগেই জম্মু-কাশ্মীরে অতিরিক্ত ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল। তবে উত্তর কাশ্মীরে নিরাপত্তা আঁটোসাঁটো করতে আরও বাহিনীর প্রয়োজন ছিল। তাই আরও ১০০ কোম্পানির সেনা বাহিনী মোয়ায়ন করা হয়েছে।