অরুণাচলের দুর্গম পাহাড়ে ভেঙে পড়ল সেনা কপ্টার, মৃত ৫
জায়গাটি সড়কপথে যুক্ত নয়। সেখানে পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জের। পায়ে হেঁটেই রওনা দিয়েছে উদ্ধারকারী দল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেঙে পড়ল সেনা কপ্টার। অরুণাচল প্রদেশে ভেঙে পড়ল সেনা কপ্টার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের সিংগিং গ্রামে ভেঙে পড়েছে অ্যাডভান্সড লাইট সেনা কপ্টারটি (ALH)। কপ্টারে যে ৫ ছিলেন, তাঁরা সকলেই প্রাণ হারিয়েছেন।
অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার তুতিংয়ে রয়েছে সেনা হেডকোয়ার্টার। সেখান থেকে ২৫ কিলোমিটার দূরেই সিংগিং গ্রাম। সেই গ্রামের কাছেই ভেঙে পড়ে সেনা কপ্টারটি। সেনার তরফে সরকারিভাবে জানানো হয়েছে যে, সকাল ১০টা বেজে ৪৩ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। যেই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত দুর্গম। জায়গাটি সড়কপথে যুক্ত নয়। সেখানে পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জের। তবে উদ্ধারকারী দল রওনা দিয়েছে ঘটনাস্থলের উদ্দেশে। তুতিং হেডকোয়ার্টার থেকে পায়ে হেঁটেই রওনা দিয়েছে উদ্ধারকারী দল। ভারতীয় সেনার তরফে এমনটাই জানানো হয়েছে।