নিজস্ব প্রতিবেদন : আপনি কি মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ৭৩ টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে জল সম্পদ উন্নয়ন মন্ত্রক, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনর্নবীকরণের (Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation) ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তাদের ওয়েবসাইটটি হল- nwda.gov.in. আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই, ইচ্ছুক প্রার্থীরা আবেদন করুন, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। তবে পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোট শূন্যপদ- ৭৩
জুনিয়ার ইঞ্জিনিয়ার– ২৫
জুনিয়ার অ্যাকাউটেন্ট– ৭ 
স্টোনোগ্রাফার গ্রেড টু– ৮
লোয়ার ডিভিশন ক্লার্ক – ৩৩


শিক্ষাগত যোগ্যতা:
জুনিয়ার ইঞ্জিনিয়ার- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিয়ারিং-এ ডিপ্লোমা বা তার সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। জুনিয়র অ্যাকাউন্টেড- যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের কমার্স বা তাঁর সমতুল ডিগ্রী নিয়ে পাশ করতে হবে। স্টোনোগ্রাফার গ্রেড টু এবং লোয়ার ডিভিশন ক্লার্কের পদের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে।


বয়সসীমা: এই সমস্ত পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।


বেতনক্রম: জুনিয়ার ইঞ্জিনিয়ার– ৩৫,৪০০-১,১২,৪০০টাকা
জুনিয়ার অ্যাকাউটেন্ট– ২৯,২০০-৯২,৩০০টাকা
স্টোনোগ্রাফার গ্রেড টু– ২৫৫০০-৮১১০০টাকা
লোয়ার ডিভিশন ক্লার্ক– ১৯,৯০০-৬৩,২০০টাকা 


আবদন ফি
জেনারেল প্রার্থীদের আবেদন ফি হিসাবে দিতে হবে ৬৫০টাকা। সংরক্ষিত আসন, মহিলাদ প্রার্থীদের জন্য ৪৫০টাকা দিতে হবে