মৌপিয়া নন্দী, হায়দরাবাদ: ২০২৪-এর লোকসভা ভোটের আগে ফের রাজ্য বিজেপিতে সক্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? রবিবার এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তিনি আরও জানান, সোমবার বা মঙ্গলবার রাজ্য বিজেপির দফতরে আসতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, "মিঠুনদার সঙ্গে আগামিকাল অথবা পরশু দিন পার্টি অফিসে আমার দেখা হবে। মিঠুন চক্রবর্তী পার্টি অফিসে আসবেন, উনি বলেছেন। কলকাতায় আসছেন। ওঁর শরীর ভাল থাকলে পরশু দিন পার্টি অফিসে আসছেন।"


আরও পড়ুন: PM Narendra Modi: রাজনৈতিক হিংসা নিয়ে সরব মোদী, প্রধানমন্ত্রীর মুখে দু'বার বাংলার নাম!


আরও পড়ুন: BJP National Executive Meeting: কংগ্রেসকেই মূল প্রতিপক্ষ ধরে তুলোধনা বিজেপির


২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ব্রিগেডের সভায় হাতে পদ্ম পতাকা তুলে নেন 'মহাগুরু'। বিজেপিকে ভোট দেওয়ার জন্য বাংলার মানুষকে আহ্বান জানান তিনি। এরপর গোটা বাংলায় বিজেপির হয়ে প্রচার করেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। "মারব এখানে লাশ পড়বে শ্মশানে", "আমি জলঢোড়াও নই, বেলোবোড়াও নই। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি।", বিভিন্ন সভায় তাঁর বিখ্যাত সমস্ত ডায়লগও বলেন এই প্রখ্যাত অভিনেতা। তবে ফলাফল বেরলে দেখা যায়, বিজেপির বাংলায় সরকার গড়ার স্বপ্ন বিফলে গিয়েছে। এরপর থেকে বঙ্গ রাজনীতি এবং বিজেপিতে মিঠুন চক্রবর্তীকে তেমন একটা দেখা যায়নি। তবে তাঁর ফের সক্রিয় হওয়ার জল্পনা উস্কে দিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। 


আরও পড়ুন: EXCLUSIVE: পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা, কর্মসমিতির বৈঠকে প্রত্যয়ী শাহ



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)