নিজস্ব প্রতিবেদন: ধর্ষণ ও প্রতারণার মামলায় গ্রেফতারি থেকে  অভিনেতা মিঠুন চক্রবর্তীর স্ত্রী ও ছেলেকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিতে চাইল না বম্বে হাইকোর্ট। দিল্লি এক মহিলা তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করেছেন। ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চারবছর ধরে তাঁর সঙ্গে সহবাস করেছেন মিমোহ।  ওই মামলা মিঠুন জায়া যোগীতা বালি ও ছেলে মহাঅক্ষয় ওরফে মিমোহর বিরুদ্ধে আইন অনুযায়ী তদন্ত করার নির্দেশ দেয় দিল্লির রোহিনী আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি আদালতের নির্দেশের পর হাইকোর্টের দ্বারস্থ হন মিমোহ ও তাঁর মা। গ্রেফতারি থেকে বাঁচতে অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদন করেছিলেন তাঁরা। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন বম্বে হাইকোর্ট বিচারপতি অজয় গডকড়ি। আগাম জামিনের জন্য দিল্লির আদালতে আবেদনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 


গত ২ জুলাই মিঠুনের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে যৌন উত্পীড়ন, প্রতারণা ও সম্মতি না নিয়ে গর্ভপাতের অভিযোগে এফআইআর  দায়ের করতে পুলিসকে নির্দেশ দিয়ে দিল্লির রোহিনির আদালত।