নিজস্ব প্রতিবেদন : বিমানবন্দরে প্রবেশ করতে গেলে যাত্রীদের সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে সরকার। অসামরিক বিমান পরিবহন সুরক্ষা সংস্থার দেওয়া তালিকা অনুসারে ১০টি নথি সচিত্র পরিচয়পত্র হিসেবে গ্রাহ্য হয়। যার মধ্যে রয়েছে পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার প্রভৃতি। এবার সেই তালিকায় বিকল্প হিসেবে যোগ হল মোবাইল আধার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন থেকে বিমানবন্দরে প্রবেশের জন্য পরিচয়পত্র হিসেবে কোনও যাত্রী মোবাইল আধারকে ব্যবহার করতে পারবেন। এরফলে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি নয়া নির্দেশিকায় আরও জানানো হয়েছে, অভিভাবক সঙ্গে নাবালক-নাবালিকার ক্ষেত্রে কোনও পরিচয়পত্র লাগবে না।


নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাসবুক, পেনশন কার্ড, চাকরির পরিচয়পত্রও প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ছবির পরিচয়পত্র অথবা ডাক্তারি শংসাপত্র লাগবে। পড়ুয়ারা চাইলে কোনও সরকারি প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করতে পারে। এই ১০টি পরিচয়পত্রের একটিও যদি কারও কাছে না থাকে, তাহলে সে কেন্দ্রীয় অথবা রাজ্যস্তরের অফিসারের স্বাক্ষরিত পরিচয়পত্র দাখিল করতে পারে।


আরও পড়ুন, 'ডিজিটাল' ভারতে বন্ধ হল ৩৫৮ এটিএম কাউন্টার