মুম্বই ডিআইজির বিরুদ্ধে ধর্ষণ মামলায় নতুন মোড়। এক মডেলের অভিযোগের ভিত্তিতে গত ২৪ জুলাই মুম্বই ডিআইজি সুনীল পরসকরকে গ্রেফতার করে পুলিস। তারপরই হঠাত্‍ ওই মডেলের আইনজীবী জানান, তিনি কখনই অভিযোগে ধর্ষণের কথা উল্লেখ করেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মডেলের আইনজীবী রিজওয়ান সিদ্দিকির বয়ান রেকর্ড করেছে পুলিস। রিজওয়ান পুলিসের কাছে একটি সিসিটিভি ফুটেজ জমা দিয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিযোগকারিনী মডেলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন রিজওয়ান। ফুটেজে দেখা গিয়েছে একটি টেলিভিশন চ্যানেলের শোতে অংশগ্রহণের জন্য বিতর্ক তৈরি করতে চান। রিজওয়ান জানান এক পুলিস অফিসারের বিরুদ্ধে তিনি তাকে হেনস্থা করার মামলা সাজাতে চান।


রিজওয়ান বলেন, "আমার মক্কেল এটা বলেননি যে তিনি ও পরসকর পরস্পরের ঘনিষ্ঠ ছিলেন। আমি ওনার অভিযোগে বিশেষ সারবস্তুও পাইনি। উনি আমাকে বলেন বিতর্ক তৈরির জন্য উনি এই কাজ করছেন। যখন আমি দেখলাম আমার মক্কেল আমার নাম্ খারাপ ভাবে ব্যবহার করছেন, তখনই আমি বিষয়টা থেকে সরে আসার সরে আসার সিদ্ধান্ত নিই। পুলিসের কাছে প্রমাণ স্বরূপ সিসিটিভি ফুটেজ জমা দিয়েছি আমি।"


ওই মডেল মুম্বইয়ের অ্যাডিশনাল পুলিস কমিশনারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। তারপরই তাকে জেলা পুলিসের হেডকোয়ার্টারে ডিআইজি হিসেবে বদলি করে পাঠানো হয়। তিনি বলেন, মুম্বইয়ের শহরতলির এক হোটেলে বহুবার তাঁকে হেনস্থা করেন পরসকর।


পরসকরের পাশে দাঁড়িয়ে শিব সেনা বলেছিল, ধর্ষণের অভিযোগ আনা এখন ফ্যাশনে পরিনত হয়েছে।