নিজস্ব প্রতিবেদন: সরকারের বর্ষপূর্তি। দেশবাসীকে খোলা চিঠিতে এক সোনালী অধ্যায়ের দাবি প্রধানমন্ত্রীর।রামমন্দির, নাগরিকত্ব সংশোধনী আইন, ৩৭০ ধারা রদ। সাফল্যের খতিয়ান দিতে গিয়ে, হিন্দুত্বের অনুসঙ্গ ছুঁয়ে গেলেন নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সবার জন্য শৌচাগার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিনামূল্যে চিকিত্‍সা, রান্নার গ্যাস। দেশবাসীর বড় অংশের অকুণ্ঠ সমর্থনে হাতের মুঠোয় ৩০০-র বেশি আসন। এক বছর আগে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। ২য় ইনিংসে আরও বেশি জোর। আরও বেশি আত্মবিশ্বাস। সরকারি সিদ্ধান্তে তার ছাপ। বিজেপির কোর অ্যাজেন্ডাগুলির দ্রুত রূপায়ণ।বর্ষপূর্তিতে সরকারের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে শুরুতেই সেই হিন্দুত্বের ইস্যুগুলির কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী। 


গত অর্থবর্ষে শুধুমাত্র শেষ সপ্তাহে দেশে লকডাউন ছিল। তারপরও আর্থিক বৃদ্ধির হার ১ দশকে সবার নীচে। বিরোধীদের অভিযোগ, এই সরকারের আমলে, মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। কষ্ট বেড়েছে মানুষের। মোদী সরকারের ১ বছরে কংগ্রেসের অভিযোগ, বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। তারপর বেকারির হার ৪৫ বছরে সবচেয়ে বেশি হয়ে যায়। লকডাউনের জেরে যা এখন ২৭%-এর বেশি। হৃদয়হীন এই সরকারের আমলে গত ১ বছরে মানুষ শুধু হতাশই হয়েছেন। ভোগ করতে হয়েছে চরম যন্ত্রণা।



সরকারের বর্ষপূর্তিতে কংগ্রেসকে এক হাত নিয়ে আবার অমিত শাহের টুইট, গত ৬ বছরে মোদীজি শুধুমাত্র নানা ঐতিহাসিক ভুলই সংশোধন করেননি বরং আত্মনির্ভর ভারত গঠনের ক্ষেত্রে বাধা যে ছ'দশকের শূন্যতা, তা দূর করেছেন। গত ৬ বছরে, গরিব মানুষের উন্নয়নে দেখার মতো কাজ হয়েছে।



করোনার জেরে মাঠে নেমে প্রচার অসম্ভব। তাই সরকারের বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়াই হাতিয়ার বিজেপি-র। এক মাস ধরে চলবে প্রচার। খোলা চিঠি, অডিও ক্লিপে প্রধানমন্ত্রীই সুরটা বেঁধে দিলেন। 


আরও পড়ুন- বছরের শেষেই করোনাভাইরাসের টিকা, পরীক্ষার পর ঘোষণা চিনা সরকারি সংস্থার