৫৬ নয় মোদীর ছাতি এখন ১০০ ইঞ্চির, বললেন শিবরাজ সিং চৌহান
উরির প্রত্যাঘাতে সীমান্ত টপকে সার্জিক্যাল অ্যাটাকের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে শিবরাজ সিং চৌহান তুলে আনলেন নরেন্দ্র মোদীর ছাতির মাপের প্রসঙ্গ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবারজ বলেন,মোদীর ছাতি এখন ৫৬ ইঞ্চি থেকে ১০০ ইঞ্চি হয়ে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে শিবরাজ এরপর বলেন, মোদীজি যা করে দেখালেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শুধু উরির প্রত্যাঘাত নয় দেশের অর্থনৈতিক উন্নতির পিছনেও মোদী মডেলের বড় অবাদন আছে বলে মন্তব্য করেন শিবরাজ। চিনের থেকেও ভারতের অর্থনৈতিক উন্নয়নের বৃদ্ধির হার বেশি বলে দাবি করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক: উরির প্রত্যাঘাতে সীমান্ত টপকে সার্জিক্যাল অ্যাটাকের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে শিবরাজ সিং চৌহান তুলে আনলেন নরেন্দ্র মোদীর ছাতির মাপের প্রসঙ্গ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবারজ বলেন,মোদীর ছাতি এখন ৫৬ ইঞ্চি থেকে ১০০ ইঞ্চি হয়ে গিয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে শিবরাজ এরপর বলেন, মোদীজি যা করে দেখালেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। শুধু উরির প্রত্যাঘাত নয় দেশের অর্থনৈতিক উন্নতির পিছনেও মোদী মডেলের বড় অবাদন আছে বলে মন্তব্য করেন শিবরাজ। চিনের থেকেও ভারতের অর্থনৈতিক উন্নয়নের বৃদ্ধির হার বেশি বলে দাবি করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- মরিয়া হয়ে প্রত্যাঘাত করার পথ খুঁজছে পাকিস্তান, কী কী প্রস্তুতি নিচ্ছে ভারত
২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি মোদীর ছাতি ৫৬ ইঞ্চি বলে সাহসিকতাকে সামনে আনতে চেয়েছিল। নির্বাচনের জয়ের রেশ মিলিয়ে যাওয়ার পর মোদীর ৫৬ ইঞ্চির ছাতিকে নিয়ে ব্যঙ্গ করে আক্রমণ করেছিলে বিরোধীরা। উরির প্রত্যাঘাতের পর নরেন্দ্র মোদীর ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে ফের ময়দানে নেমেছে বিজেপি।