ওয়েব ডেস্ক: গুজরাটে কৃষকদের সভায় দেশের প্রধানমন্ত্রী তাঁদের ইসবগুলের চাষ করার পরামর্শ দেন। মোদীর কথায়, বিদেশের বাজারে ইসবগুলের চাহিদা প্রচুর, তাই চাষীরা যদি ইসবগুলের ফলনের দিকে নজর দেন তাহলে আখেরে লাভ হবে তাঁদের।


আরও পড়ুন- মুম্বইয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সহ মৃত ২


প্রসঙ্গত, নোট বাতিলের জেরে যখন সংসদের ভিতরে ও বাইরে সব সময়ই বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়তে হচ্ছে মোদী ও তাঁর দলকে, তখন জনতার দরবারকেই বেছে নিয়েছেন মোদী। গত কালও মূলত, নোট বাতিল ও তার ফলে উদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলতেই নিজের রাজ্যের কৃষকদের কাছে গিয়েছিলেন নমো। সেই সভাতে তিনি মোবাইলের মধ্যমে ব্যাঙ্কিং-এ ব্যবস্থার বিষয়ে সওয়াল করেন। এর পাশাপাশি পরামর্শ হিসাবে কৃষকদের ইসবগুল চাষের কথায় জোর দেন মোদী।


আরও পড়ুন- আবারও ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরপূর্ব ভারতের বিশাল এলাকা!