নিজস্ব প্রতিবেদন: বিচারপতিদের সম্মেলনের মাঝেই চা চক্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মিনিটের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় দুজনের মধ্যে। বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উপস্থিত সব মুখ্যমন্ত্রী এবং বিচারপতিদের সঙ্গে চা চক্রে মিলি তো হন প্রধানমন্ত্রী। সেই সময় আলাদা করে কিছুক্ষন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হয় দুজনের মধ্যে। যদিও কী বিষয়ে দুজনের কথা হয়েছে সেই নিয়ে কিছু বলবেন না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। 


আরও পড়ুন: Loudspeaker Row: উত্তরপ্রদেশে কড়া পদক্ষেপ, সরানো হল ৪৫ হাজারের বেশি অবৈধ লাউডস্পিকার


আরও পড়ুন: বিচার বিভাগের ভূমিকা সংবিধানের অভিভাবকের: প্রধানমন্ত্রী মোদী


এরপরেই আলোচনার বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিছুদিন আগেই কোভিড সংক্রান্ত বৈঠকে বিরোধীশাসিত রাজ্যগুলির উপরে জ্বালানির দামে কর ছাড় না দেওয়ার দায় চাপিয়ে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে দুজনের আলোচনার বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)