নিজস্ব প্রতিবেদন: নিজের রাজ্য গুজরাটে তিনদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের ব্যস্ত সূচির মধ্যেই তিনি সময় বের করলেন নিজের জন্য। কিনে ফেললেন একটি জ্যাকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে দেওয়া চাঁদার ৯৩ শতাংশই গিয়েছে বিজেপির তহবিলে


বৃহস্পতিবার ঘটনাটি ঘটে গুজরাটের খাদি মেলায়। সেখানে একটি স্টলে মোদীকে জ্যাকেট কিনতে দেখা যায়। পরে সেই ছবি নিজেই ট্যুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, ''আমেদাবাদ শপিং ফেস্টিভ্যাল থেকে আমিও কেনার লোভ সামলাতে পারলাম না।''


নরেন্দ্র মোদী ভারতকে ডিজিটাল ইন্ডিয়ায় পরিণত করার অঙ্গীকার করেছেন। দেশবাসীকে বারবার বিভিন্ন ভাবে ডিজিটাল লেনদেনে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিন তিনিও জ্যাকেট কিনতে ভরসা রেখেছেন ডিজিটাল লেনদেনে। ওই ট্যুইটে তিনি জানিয়েছেন যে কেনাকাটার জন্য তিনি ব্যবহার করেছেন তাঁর রুপে কার্ড।



গুজরাটে এখন চলছে বাণিজ্য সম্মেলন ভাইব্র্যান্ট গুজরাট। সেই সম্মেলনেরই অঙ্গ খাদি মেলা। বৃহস্পতিবার ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর মেলা পরিদর্শনের সময় ওই জ্যাকেটটি কেনেন।



সেই অভিজ্ঞতার কথা ট্যুইটে লেখার সঙ্গে তিনি খাদির তৈরি সামগ্রী কেনার জন্য প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে আবদনও জানান। মোদীর কথায়, ''এটাই বাপুকে (মহাত্মা গান্ধী) শ্রদ্ধা জানানোর সেরা উপায়।''


আরও পড়ুন: এক ঘুষিতেই ভাঙল তিন কোটি টাকায় কেনা ফ্ল্যাটের দেওয়াল, দেখুন ভিডিয়ো


প্রসঙ্গত, আমেদাবাদ শপিং ফেস্টভ্যাল চলবে আগামী ১২ দিন। এখানে দেড় হাজার ক্রেতা অংশগ্রহণ করেছেন। ছোট ব্যবসায়ীদের সাহায্য করার জন্য এই মেলা প্রতি বছর আয়োজন করার জন্য গুজরাট সরকারের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।