নিজস্ব প্রতিবেদন: এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে  কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে  প্রধানমন্ত্রী নিজেই টুইট করে সে কথা জানান। এর আগে বাইডেনকে নির্বাচনের পর টুইটে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। কিন্তু এর আগে একে ওপরের সঙ্গে সরাসরি কথা  হয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী কী বিষয় নিয়ে কথা হয়েছে? 


নরেন্দ্র মোদী টুইট করে জানান, আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হয়েছে। জো বাইডেন এবং  আমি নিয়ম-মাফিক আন্তর্জাতিক সম্পর্ককে দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা।


 




পাশাপাশি তিনি এও বলেন, 'বাইডেনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আমরা আঞ্চলিক সমস্যা এবং আমাদের যৌথ প্রাধান্যের বিষয়ে কথা হয়েছে। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে একে ওপরের সহযোগিতা বাড়াতে ও এগিয়ে নিতে যেতে সহমত হয়েছি'। 


অর্থাৎ দুই দেশের সম্পর্ক যেন আরও দৃঢ় ও মধুর হয় সেই দিকেই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় দু’সপ্তাহ হয়েছে হোয়াইট হাউজের মসনদে বসেছেন তিনি।