ওয়েব ডেস্ক: বিহারে নৌকাডুবির ঘটনায় শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে মৃত ও ক্ষতিগ্রস্থদের আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এর পাশাপাশি এই দুর্ঘটনার জন্য পাটনায় মহাত্মা গান্ধী সেতুর পুনঃসংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্ব নির্ধারিত কর্মসূচিও বাতিল করেন তিনি। আগামীকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।


আরও পড়ুন- মকর সংক্রান্তিতে পাটনায় নৌকাডুবিতে নিহত ২০, নিখোঁজ ১৪


উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ঘুড়ি ওড়ানো দেখতে ৪০ জনের বেশি যাত্রীকে নিয়ে পটনার NIT ঘাট থেকে ছাড়ে একটি নৌকা। মকর সংক্রান্তি উপলক্ষে নিখরচায় জলবিহারের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ঘাট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই উল্টে যায় সেটি। সর্বশেষ খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২৪। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকালের পর আজও সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়। ঘটনায় বারবার করে আঙুল উঠছে প্রশাসনের দিকে।


আরও পড়ুন- বীরভূমে শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব মেলা