ওয়েব ডেস্ক : “কালো টাকাকে সাদা করতে ফেয়ার অ্যান্ড লাভলি স্কিম চালু করেছে মোদী সরকার।’’ এরকমই চাঁছাছোলা ভাষায় সংসদে আজ কেন্দ্রকে একহাত নিলেন রাহুল গান্ধী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কংগ্রেস সহ সভাপতির সাফ বক্তব্য, “এই ফেয়ার অ্যান্ড লাভলি স্কিমে কেউ জেলে যাবে না। বরং তাদের কালো টাকাকে তারা সাদা করে নেবে।”


আজ সংসদে রাহুল গান্ধী বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনে অংশ নেন। তখনই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হন তিনি। অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট শুনে তিনি ‘স্তম্ভিত’ বলেও জানান। বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেন কংগ্রেস সহ সভাপতি।


একইসঙ্গে রোহিত ভেমুলার আত্মহত্যা, JNU ইস্যু, দিল্লি আদালতে ছাত্রদের বেধড়ক মারধর সব নিয়েই তোপ দাগেন রাহুল। তীব্র কটাক্ষ হেনে তিনি বলেন, “JNU ইস্যুকে পুঁজি করে সরকার দেশের মানুষকে বোকা বানাতে পারবে না। কানহাইয়া কুমারের বক্তব্য আমি শুনেছি। সেখানে দেশবিদ্বেষী একটা শব্দও নেই।”