প্রাতঃভ্রমণে বেরিয়ে একা একাই সৈকত সাফাইয়ে নেমে পড়লেন মোদী, দেখুন ভিডিয়ো
শনিবার সকালে নিজেই সাফাই অভিযানে নেমে আরও একবার স্বচ্ছ ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন : অভ্যাস মতো ভোরবেলা ঘুম থেকে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি। পরনে কালো টি-শার্ট আর ট্র্যাক শ্যুট। খালি পা। মমল্লপুরমের সৈকতের ধার বরাবর হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাত্ই ছন্দ কাটল বালিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনায়। তাই নিজেই প্লাস্টিকের ঝোলা হাতে সাফাই অভিযানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একা হাতেই কুড়াতে শুরু করলেন ইতিউতি পড়ে থাকা প্লাস্টিকের বোতল, ক্যারিব্যাগ। তারপর আবর্জনার ঝোলা তুলে দিলেন হোটেলকর্মী জয়রাজের হাতে। পুরো ঘটনাটারই ভিডিয়ো নিজেই টুইট করলেন নমো। শনিবার সকালে নিজেই সাফাই অভিযানে নেমে আরও একবার স্বচ্ছ ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবারই মমল্লপুরমে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানিয়েছেন মোদী। শনিবারের বৈঠকের আগে শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানই যেন ছিলেন কিছুটা হালকা মেজাজে। হেরিটেজ সাইটে ঘুরে, ডাবের জল পান করতে করতে আড্ডা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে দক্ষিণী খানা-পিনা- খোশ মেজাজেই শুক্রবারটা কাটিয়েছেন দুই বন্ধু। তবে, শনিবার তাজ ফিশারম্যানের কভ রিসর্টে প্রতিনিধিদের নিয়ে মুখোমুখি বৈঠকে বসবেন তাঁরা। বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাস দমন-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উঠে আসতে পারে কাশ্মীর প্রসঙ্গও। তার আগে সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজেই সাফাই অভিযান শুরু করে দিলেন প্রধানমন্ত্রী। অল্প একটু নয়, প্রায় আধ ঘণ্টা ধরে প্লাস্টিকের ঝোলা হাতে বঙ্গোপসাগরের উপকূল বরাবর হেঁটে গেলেন প্রধানমন্ত্রী। নিজে হাতে সাফ করলেন জঞ্জাল। সাফাই অভিযানের সেই ভিডিয়ো পোস্ট করে মোদী লিখলেন, "চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। আমরা যাতে সুস্থ ও সবল থাকি সেই দিকেও নজর দেওয়া উচিত।"
শনিবার সাগরপাড়ে তাজ ফিশারম্যানস কোভ রিসর্টে শীর্ষ বৈঠকে মুখোমুখি হবেন দুই রাষ্ট্রপ্রধান।বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা হবে, চিনা কমিউনিস্ট পার্টির দুই শীর্ষ নেতা ইয়াং জিয়েচি এবং ওয়াং ইয়ের। ওয়াকিবহাল মহলের মতে মোদীর সঙ্গে বৈঠকে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের কথা তুলবেনই জিনপিং। কিন্তু, জম্মু-কাশ্মীরেরও বাইরে বিভিন্ন বিষয়ে আলোচনা সেরে ফেলতে চায় ভারত । চিনের ওয়ান বেল্ট ওয়ান রোড, পাক-অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে যাওয়ায়, ভারতের আপত্তির কথা জিনপিংকে জানাতে পারেন মোদী। শীর্ষ বৈঠকের পর শনিবারই চেন্নাই থেকে নেপাল রওনা হবেন জিনপিং।