নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করে জানিয়েছিলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’ প্রকল্পের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া জনজাতিকে। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যও জোরালো বার্তা দিয়েছিলেন তিনি। এক সপ্তাহের মধ্যে তাঁর ক্যাবিনেটের মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে। দেশ জুড়ে ‘পড়ো-এগিয়ে যাও’ অভিযান চালানো হবে। বিশেষ করে মেয়েদের উপর জোর দেওয়া হবে বলে জানান সংখ্যালঘু মন্ত্রকের মন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নাকভি জানান, দেশের যে সব প্রান্তে আর্থ-সামাজিক কারণে মেয়েদের স্কুলে পাঠানো হয়, সেখানে কার্যত যুদ্ধকালীন তত্পরতায় অভিযান চালানো হবে। তাঁর দাবি, আগামী ৫ বছরে প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনায় ৫ কোটি পড়ুয়াকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ৫০ শতাংশ থাকবে মেয়েরা। এই বৃত্তির অর্থ সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে উপভোক্তাকে দেওয়া হবে।


আরও পড়ুন- বিশ্ব পরিবেশ দিবসে মোদীর বার্তা, দেখুন ভিডিয়ো


এর পাশাপাশি, ‘শিখো অর কামাও’, ‘নই মনজিল’, ‘গরিব নওয়াজ় স্কিল ডেভালপমেন্ট’, ‘ওস্তাদ’-সহ একাধিক প্রকল্পের আওতায় আনা হবে ২৫ সংখ্যালঘু তরুণকে। তাদের পড়াশুনার পাশাপাশি কারিগরি শিক্ষায় প্রশক্ষিণ দেওয়া জোর দেবে মোদী সরকার বলে জানান নাকভি।