ওয়েব ডেস্ক: সার্জিকাল স্ট্রাইকের ধাক্কা এখনও সামলিয়ে উঠতে পারেনি পাকিস্তান। পঞ্জাবের ভাতিন্দায় জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পাকিস্তান। তবে ক্রমাগত পাল্টা হানাদারির চেষ্টা করে নিজেরই ক্ষতি করছে ওই দেশ। পাক সেনার বার বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সার্জিকাল স্ট্রাইক পাক সেনার হাড়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। পাক নেতাদের মোদীর পরামর্শ, ভারতের সঙ্গে যুদ্ধ করে শক্তিক্ষয় না করে তাঁদের উচিত কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। 


 



 


নোট বাতিলের পক্ষেও এদিন জোরাল সওয়াল করলেন প্রধানমন্ত্রী। সরাসরি তাঁর মন্তব্য, সরকারের প্রস্তুতি নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের উদ্দেশ্য অন্য। বাহাত্তর ঘণ্টা সময় পেলে তাঁরা ধন্য ধন্য করতেন। তাঁর কটাক্ষ, সমালোচকদের আসল সমস্যা তাঁরা নিজেরা যথেষ্ঠ সময় পাননি।