নিজস্ব প্রতিবেদন : "করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে অধিক সুস্থতার হার ভারতে।" এদিন রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম বর্ষপূর্তিতে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেন, "করোনা মোকবিলায় একসঙ্গে লড়াই চলছে। ১৫০টি দেশকে সাহায্য করেছে ভারত। সবকা সাথ, সবকা বিকাশই আমাদের লক্ষ্য। গরিবদের জন্য রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। উন্নয়নশীল দেশকেও সাহায্য করে চলেছে ভারত।" মোদী বলেন, করোনায় ভারতে মৃত্যু হার সবচেয়ে কম। সুস্থতার হার সবচেয়ে বেশি। করোনার সঙ্গে লড়াইয়ে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। আত্মনির্ভর ভারত বিশ্বকে লড়াইয়ের নতুন মন্ত্র শেখাচ্ছে।






প্রসঙ্গত বলে রাখি, ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ফের রেকর্ড সংক্রমণ হয়েছে ভারতে। সর্বোচ্চ ৩৪ হাজার ৯৫৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। গোটা ভারতে মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৬০২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩। ৬৩.৩৪ শতাংশ রোগী অর্থাৎ ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন ইতিমধ্যেই করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আরও পড়ুন, '৪৬ কোটি টাকা তছরুপ করেছে অর্জুন', বিস্ফোরক জ্যোতিপ্রিয়