ওয়েব ডেস্ক: ক্যাশলেস ইকনমির সমর্থনে এবার ইন্দিরা জমানার নজির টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেনে আনলেন প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতির্ময় বসুর বক্তব্য। বিজেপির সংসদীয় দলের বৈঠকে আজ জোরালো গলায় নগদহীন অর্থনীতির পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্যাশলেস ইকনমিকে জীবন যাপনের এক অঙ্গ করে তুলতে হবে। সেই সূত্রেই ইন্দিরা জমানায় ওয়াংচু কমিশনের প্রস্তাবের প্রসঙ্গ তোলেন মোদী। নগদহীন অর্থনীতির সুপারিশ করে ওয়াংচু কমিশন। এবং তত্‍কালীন সিপিএম সাংসদ জ্যোতির্ময় বসু সেই সুপারিশ অবিলম্বে কার্যকর করা উচিত বলে মন্তব্য করেন। আরও পড়ুন- সংসদ পণ্ড, শীতকালীন অধিবেশনের শেষ দিনেও 'নোট বাতিল' আলোচনা হল না


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ডিজিটাল অর্থনীতিকে প্রাত্যহিক জীবনের অঙ্গ করে তুলতে হবে। তবেই কার্যকর হবে এই ব্যবস্থা। গরিব মানুষ তাঁর অধিকার পাবেন এবং কালো টাকা, দুর্নীতির হাত থেকে মুক্তি পাবেন আম-জনতা। আরও পড়ুন-  ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা নিয়ে নয়া নির্দেশিকা RBI-এর