নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে চরম তত্পরতা শুরু হয়েছে দিল্লিতে। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন ৬,৫০০ অতিথি। বৃহস্পতিবার সকাল ৭টায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বৃহস্পতিবার সন্ধে ৭টায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে শপথ নেবেন ৬৫ থেকে ৭০ জন মন্ত্রী। মোদীর শপথে অংশগ্রহণ করতে পশ্চিমবঙ্গের ৫৬ জন নিহত বিজেপি কর্মীদের পরিজনদের দিল্লি নিয়ে যাচ্ছে বিজেপি। 


প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর শপথে দিল্লি যাচ্ছেন মমতা, পিছোল ইফতার পার্টি


শপথের রূপরেখা ঠিক করতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যারাথন বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ। কেকে মন্ত্রী হবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুজনের। সূত্রের খবর, সেই বৈঠকে বিজেপি ও তার সহযোগী দলগুলির কে কোন মন্ত্রী হচ্ছেন তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। ৩০ মে তাঁদের ফোনে সেখবর জানানো হবে।