`ভারত আপনার আসার অপেক্ষায়`, `বন্ধু` ট্রাম্পের উদ্দেশে জোড়া টুইট মোদীর
টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ভারত আপনার আসার অপেক্ষায়।
নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের মাটিতে সপরিবারে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তৈরি গুজরাট। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে সারা হয়ে গিয়েছে গরবার ফিনিশিং টাচ। তার আগে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ভারত আপনার আসার অপেক্ষায়। আপনার এই সফর দু দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবে। আমেদাবাদে খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হচ্ছে। এই টুইটের বারো ঘণ্টা আগে ট্রাম্প টুইট করেছিলেন, মেলানিয়াকে নিয়ে ভারতের পথে।
আরও পড়ুন: আজ ভারতে ট্রাম্প; আহমেদাবাদে রোড শো-নমস্তে ট্রাম্প-এ বরণ মার্কিন প্রেসিডেন্টকে
তৈরি আমেদাবাদ। বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম পর্যন্ত পথেও চলছে উত্সব। দিনের শুরু থেকে নাচের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সর্দার বল্বভাই প্যাটেন বিমানবন্দরেও। মোতেরায় আজ মেগা শো। সকাল থেকেই হাজার হাজার মানুষ পৌঁছে গিয়েছেন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে। উন্মাদনা তুঙ্গে ট্রাম্পকে নিয়ে। মোদীকে নিয়েও রয়েছে সমান উত্সাহ।
আরও পড়ুন: সিএএ বিরোধী বিক্ষোভে লাঠি-কাঁদানে গ্যাস, ২৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ আলিগড়ে