সিএএ বিরোধী বিক্ষোভে লাঠি-কাঁদানে গ্যাস, ২৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ আলিগড়ে

সংবাদসংস্থায় পিটিআইয়ের খবর অনুযায়ী এদিন ভীম আর্মির সদস্যরা এদিন একটি মিছিল বের করে জেলা শাসকের দফতরের দিকে যায়। সেই মিছিল পুলিস বাধা দেওয়ার পরই হিংসা ছড়িয়ে পড়ে

Updated By: Feb 23, 2020, 10:45 PM IST
সিএএ বিরোধী বিক্ষোভে লাঠি-কাঁদানে গ্যাস, ২৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ আলিগড়ে

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের আলিগড়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে বিক্ষোভকারীদের হঠাল পুলিস। উত্তেজনা যাতে না ছড়ায় সেকথা মাথায় রেখে শহরে ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ার সাহায্যে পাকড়াও, হলদিয়ায় মা-মেয়ের খুনে গ্রেফতার ২

রবিবার বিকেলে পুরনো আলিগড়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়াদের সঙ্গে পুলিসের সংঘর্ষ শুরু হয়ে যায়। আলিগড় জেলার ডিএম চন্দ্রভানু সিংয়ের দাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ওই পাথর ছোড়ার ঘটনার জন্য দায়ি। ওইসব ছাত্রীদের চিহ্নিত করার চেষ্টা করছি। যে সব সম্পত্তির ক্ষতি হয়েছে তার হিসেব চলছে। ওই সম্প্তির দাম পড়ুয়াদের কাছ থেকে আদায় করা হবে।

জেলাশাসক আরও বলেন, পড়ুয়ারা পলিসের গাড়িতে পাথর ছুঁড়েছে ও জামা মসজিদ এলাকার একটি ট্রান্সফর্মার জ্বালিয়ে দিয়েছে পড়ুয়ারা। বাধ্য হয়েই পুলিসকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।

আরও পড়ুন-সোমবার ভারতে মার্কিন প্রেসিডেন্ট; সফরের আগে ‘বাহুবলী’ ট্রাম্প, শেয়ার করলেন ভিডিয়ো

উল্লেখ্য, সংবাদসংস্থায় পিটিআইয়ের খবর অনুযায়ী এদিন ভীম আর্মির সদস্যরা এদিন একটি মিছিল বের করে জেলা শাসকের দফতরের দিকে যায়। সেই মিছিল পুলিস বাধা দেওয়ার পরই হিংসা ছড়িয়ে পড়ে।  

.