কাশ্মীর থেকে দূরত্ব হাজার হাজার মাইল। তবু মধ্যপ্রদেশের সেই আলিজাপুরে দাঁড়িয়ে কাশ্মীরের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, সারা দেশ যে স্বাধীনতা অনুভব করে, সেই স্বাধীনতা কাশ্মীরিদের জন্যও। মোদীর আক্ষেপ, যে ছাত্রদের হাতে ল্যাপটপ, খেলার বল থাকা উচিত, আজ তারাই হাতে পাথর তুলে নিয়েছে। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত উপত্যকা। প্রায় মাসখানেকের হিংসা, অশান্তির জেরে ছাপান্নজনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন- রহস্যমৃত্যু অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের


উপত্যকার অস্থির পরিস্থিতি কাজে লাগাতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে পাকিস্তান। কাশ্মীর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। অবশেষে মুখ খুললেন মোদী। সুদুর উত্তরের বাসিন্দাদের উদ্দেশে বার্তা দিলেন দেশের মধ্যস্থলে দাঁড়িয়ে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উক্তি উদ্ধৃত করে ডাক দিলেন মানবিকতা এবং গণতন্ত্রের।