ওয়েব ডেস্ক: মহাত্মার ১৪৮তম জন্মদিবসে 'স্বচ্ছ ভারত'-কে গান্ধীজির পরম্পরা বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাটের সন্তান মোহন দাস কর্মচন্দ গান্ধীর এই পরম্পরাকে যে ১২৫ কোটির ভারত অন্তর থেকে গ্রহণ করেছেন সে কথাও জানিয়েছেন গুজরাটেরই আরেক সন্তান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বচ্ছ ভারত প্রকল্পের সাফল্যের জন্য কোনও সরকারি আধিকারির বা নির্দিষ্ট কোনও গোষ্ঠীকে সাধুবাদ না জানিয়ে সাধারণ জনগণকে 'স্বচ্ছগ্রাহী' বলে উল্লেখ করে এই কৃতিত্ব দিয়েছেন মোদী।


প্রসঙ্গত, জাতীর জনকের জন্মদিবসেই স্বচ্ছ ভারত প্রকল্পের তিন বছর পূর্তির অনুষ্ঠানে দিল্লির বিজ্ঞানভবনে উপস্থিত থেকেছেন মোদী। সেখানেই তিনি বলেন, স্বচ্ছতা রক্ষায় দেশ জুড়ে যেন একটা প্রতিযোগীতার পরিবেশ তৈরি হয়েছে। আর এর মাধ্যমেই আমরা স্বচ্ছতা তথা পরিচ্ছন্নতার লক্ষ্যে পৌঁছতে পারব।