ওয়েব ডেস্ক: রাজ্যের আইনশৃঙ্খলা কড়া হাতে সামাল দিন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যনাথকে কিছুটা ধমকই দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরএসএস ও তার সহ‌যোগী ৩৫ সংগঠনের এক বৈঠকের ফাঁকে বৃন্দাবনে আদিত্যনাথকে একথা বলেন সংঘপ্রধান। আদিত্যনাথের সঙ্গে ছিলেন কেশব প্রসাদ মৌ‌র্য ও দীনেশ শর্মা। মনে করা হচ্ছে উত্তর প্রদেশের গোরক্ষপুরের হাসপাতালে অক্সিজেনের অভাবে ৩০ শিশুর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতেই একথা বলেছেন মোহন ভাগবত। ওই ঘটনায় রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করছেন ভাগবত।


অন্যদিকে, দুদিনের ওই বৈঠকে আরএসএসের শাখা সংগঠনগুলির পক্ষ থেক জিএসটি ও নোট বাতিল নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, দেশে ওই দুটি পদক্ষেপের নেতিবাচক প্রভাব পড়েছে। সংগঠনগুলির অভিমত, নোটবাতিল ‌যে উদ্দেশ্যে করা হয়েছিল তা সাধন হয়নি।


আরও পড়ুন-স্ত্রীকে ইভটিজিং, প্রতিবাদ করায় স্বামীকে বেধড়ক পেটানোর অভিযোগ