ওয়েব ডেস্ক : গো-বলয়ে নির্বাচনে কোনও মুসলিম প্রতিনিধিকেই টিকিট দেয়নি বিজেপি। যার জন্য সমালোচনার মুখে পড়তে হয় গেরুয়া শিবিরকে। এবার মহসিন রাজাকে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির মাধ্যমে, সেই সমালোচনারই 'জবাব' দেওয়ার চেষ্টা করল গেরুয়া শিবির। আদিত্যনাথের মন্ত্রিসভার একমাত্র মুসলিম মুখ হলেন মহসিন রাজা। তবে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মত তিনিও নির্বাচনে লড়েননি। আগামী ৬ মাসের মধ্যে উত্তরপ্রদেশ বিধানসভা বা উত্তরপ্রদেশ বিধান পরিষদে নির্বাচিত হয়ে আসতে হবে তাঁকে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কে এই মহসিন রাজা?


উত্তরপ্রদেশের 'মুসলিম পোস্টার বয়' হিসেবে রাজাকে তুলে ধরে বিজেপি। ২০১৩ সালে রাজা বিজেপিতে যোগ দেন। সম্প্রতি উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছিলেন তিনি। রাজনীতিতে আসার আগে ক্রিকেট খেলতেন। উত্তরপ্রদেশের হয়ে রনজিও খেলেছেন রাজা। অংশ নিয়েছেন উত্তরপ্রদেশের উন্নয়নে বিভিন্ন সমাজসেবামূলক কাজে। কাজ করেছেন উত্তরপ্রদেশের খেলাধূলার উন্নতিতেও। ৪০ বছরের রাজা  গভর্নমেন্ট জুবিলি ইন্টার-কলেজ থেকে পাশ করে লখনউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।


আরও পড়ুন, 'উত্তমপ্রদেশ' তৈরি করবেন আদিত্যনাথ, বললেন মোদী