নিজস্ব প্রতিবেদন: প্রবল তাপে পুড়ছে গোটা দেশ। উত্তর ও উত্তরপশ্চিম ভারতের তাপমাত্রা কোথাও কোথাও সুদানের কোনও এলাকাকেও ছাপিয়ে গিয়েছে। এরকম এক অবস্থায় সবার একটাই প্রশ্ন, কবে আসবে বর্ষা?




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ডিউটিতে ঢোকা-বেরনোয় লাগাম টানতেই অগ্নিগর্ভ দুর্গাপুর ইস্পাত কারখানা


দিল্লির হাওয়া অফিসের আধিকারিক এ মহাপাত্র সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, আশাকরি আগামী ৬ জুন কেরলে বর্ষা চলে আসবে। বর্তমানে দক্ষিণ আরব সাগরের একটি বড় অংশ জুড়ে রয়েছে মৌসুমী বায়ু। পাশাপাশি মৌসুমী বায়ু দখল করে রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ ও দক্ষিণপূর্ব অংশ। আগামী ২-৩ দিনের মধ্যে সেটি কেরল ঘেঁসে চলে আসবে। ফলে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে আরও খানিকটা দেরি হবে বলে মনে করা হচ্ছে।



আরও পড়ুন-কংগ্রেসের সংসদীয় দলনেতা নির্বাচিত হলেন সনিয়াই


এদিকে, দেশের বিশাল অংশে যে তাপ প্রবাহ চলছে তা এখনই কম হচ্ছে না। মহাপাত্র আরও জানিয়েছেন, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি রাজস্থান, দক্ষিণ উত্তরপ্রদেশে, পূর্ব মধ্যপ্রদেশে যে তাপপ্রবাহ চলছে তা আরও ৩-৪ দিন স্থায়ী হবে। এরপর থেকে তাপ ধীরে ধীরে কমবে।