নিজস্ব প্রতিবেদন: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। তার পরই শুরু হয়ে যাবে বর্ষাকাল। কেরলে ২৪ ঘণ্টার মধ্যেই বর্ষা শুরু হবে। শুক্রবার ভারতের আবহাওয়া দফতর এই খবর দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মৌসম ভবনের এই ঘোষণার পর কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে রাজ্যে অরেঞ্জ অল্যার্ট জারি করা হয়েছে। ওই রাজ্যের তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলাপুঝা ও এর্নাকুলাম জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার ভারীবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।


আরও পড়ুন: ১০ হাজার টাকার জন্য আড়াই বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে খুন


তবে ৯ জুন বৃষ্টির পূর্বাভাস দিয়ে কোল্লাম ও আলাপুঝা জেলায় অরেঞ্জ অল্যার্ট জারি করা হয়েছে। কেরলের সাতটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী রবি ও সোমবার। সেই কারণে ওই দু’দিন ওই সাত জেলায় ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।


কেরলে ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা শুরু হলেও সারা দেশের বর্ষার প্রভাব পড়তে আরও সপ্তাহখানেক সময় লাগবে। তার মধ্যেই দেশের বিভিন্ন অংশে হালকা থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে।


আরও পড়ুন: জাতপাতের সমীকরণের জের, জগনের ক্যাবিনেটে থাকছে পাঁচ উপ-মুখ্যমন্ত্রী


তবে তার আগে দেশের মধ্য ও পশ্চিম অংশে তাপপ্রবাহ কমার কোনও সম্ভাবনা নেই। এমনই পূর্বাভাস এদিন দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে।