এবার মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস
বিরোধীদের এই প্রস্তাব ইস্যুকে গুরুত্ব দিতে নারাজ মোদী সরকার। তাদের দাবি, বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে মোকাবিলা করার জন্য লোকসভায় প্রয়োজনীয় আসন সংখ্যার থেকে বেশি আসন রয়েছে বিজেপির হাতে।
নিজস্ব প্রতিবেদন : টিডিপি, ওয়াইএসআর কংগ্রেসের পর এবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চিঠি দল কংগ্রেস। শুক্রবার লোকসভায় একটি চিঠি দিয়ে আগামী ২৭ মার্চ এই অনান্থা প্রস্তাব গ্রহণ করার আর্জি জানান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে।
এর আগে নিজেদের দাবি আদায়ে না-খুশ টিডিপি এক সপ্তাহ আগেই এনডিএ সরকার থেকে নিজেদের সম্পর্ক ছিন্ন করে টিডিপি। এরপরই মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা আনে চন্দ্রবাবু নাইডুর দল। তাদের পাশাপাশি জগন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসও কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আগে। এই দুই দলকে সমর্থন জানায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি, এআইএডিএমকে, আপ, সমাজবাদী পার্টির মতো একাধিক দল।
বিরোধীদের এই প্রস্তাব ইস্যুকে গুরুত্ব দিতে নারাজ মোদী সরকার। তাদের দাবি, বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে মোকাবিলা করার জন্য লোকসভায় প্রয়োজনীয় আসন সংখ্যার থেকে বেশি আসন রয়েছে বিজেপির হাতে।
আরও পড়ুন- অনাস্থা আনতে ব্যর্থ বিরোধীরা, হট্টগোলের মধ্যে মুলতুবি অধিবেশন
এই মুহূর্তে লোকসভায় ৫৩৯(স্পিকার বাদে) আসনের মধ্যে বিজেপির হাতে রয়েছে ২৭৫টি আসন(স্পিকার ও দুই মনোনীত সদস্য ধরে), যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭১-এর থেকে বেশি। অন্যদিকে, অনাস্থার পক্ষে রয়েছে কংগ্রেস(৪৮), তৃণমূল কংগ্রেস(৩৪), টিডিপি(১৬), ওআইএসআর কংগ্রেস ও সিপিআইএম(৯টি করে), এনসিপি(৬), আপ(৪), আরজেডি(৪) এবং এআইএমআইএম(১)।
তবে, এখনও পর্যন্ত যে দলগুলি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে তাদের সাংসদ সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্য। তাদের মধ্যে বিশেষ করে, এআইএডিএমকে-র রয়েছে ৩৭জন সাংসদ, বিজু জনতা দলের ২০ ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ১১ জন সদস্য রয়েছেন। এই দলগুলি এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান গ্রহণ করায় স্বস্তি মোদী শিবিরে।