সংবাদ সংস্থা: সন্ধ্যায় ডাকে শমন! এই সময়টাই নাকি পথে ঘাটে মৃত্যুর অমোঘ টান প্রবল। বিশেষ করে ভারতীয় পরিবেশে। ২০১৬-তে মোট পথ দুর্ঘটনার ১৮ শতাংশ ঘটেছে ঠিক এই সময়েই। অর্থাত্ বিকেল ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আনল খোদ কেন্দ্রের সড়ক পরবিহণ মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন মিলন ধর্ষণ, ঐতিহাসিক 'সুপ্রিম' রায়


২০১৭-র অগস্টে প্রকাশিত কেন্দ্রের এই রিপোর্ট বলছে, ২০১৬-তে মোট পথ দুর্ঘটনা ঘটেছে ৪,৮০,৬৫২। যার মধ্যে ৮৫,৮৩৪ দুর্ঘটনা হয়েছে বিকেল ৩টে থেকে সন্ধে ৬টার মধ্যে। পাশাপাশি ওই রিপোর্টে জানানো হচ্ছে, ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত সাড়ে ১৫ কোটি মানুষ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। বাহারিনের যা জনসংখ্যা তার থেকে বেশি লোক এ দেশে পথ দুর্ঘটনায় মারা গিয়েছে।


আরও পড়ুন- মঞ্চ প্রস্তুত, ঝরা মুকুল ঝড় তুললে তৈরি তৃণমূলও


প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬-তে প্রতি দিন ১,৩১৭টি পথ দুর্ঘটনার রিপোর্ট জমা পড়ে। মোট মারা গিয়েছে ১,৫০,৭৮৫ জন। ঘণ্টায় ১৭ জন মানুষ মারা গিয়েছে। আহত হয়েছেন ৪,৯৪,৬২৪ জন। মৃতদের মধ্যে ২৫ শতাংশ মানুষই ২৫ থেকে ৩৮ বছর বয়সী।


সন্ধের পর দ্বিতীয় দুর্ঘটনাপ্রবণ সময় বলে জানা যাচ্ছে রিপোর্টে। সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট দুর্ঘটনা ঘটেছে ৮৪,৫৫৫।