নিজস্ব প্রতিবেদন: অযোধ্যাতে রাম মন্দিরই তৈরি হওয়া উচিত। সেখানে রাম মন্দির তৈরির জন্য আমি সোনার ইট দেব। এমনটাই বললেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর হাবিবুদ্দিন তুসি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


হাবিবুদ্দিনের দাবি, বাবরের বংশধর হিসাবে অযোধ্যার বিতর্কিত জমি আমার হাতেই তুলে দেওয়া উচিত সুপ্রিম কোর্টের। আমার হাতে জমি এলে তা আমি পুরো জমিটাই রাম মন্দির তৈরির জন্য হিন্দুদের হাতে তুলে দেব। রাম নিয়ে এই দেশের আবেগ আমি বুঝি। তাই বিতর্কিত ওই জমিতে রাম মন্দিরই তৈরি হওয়া উচিত। ১৫২৯ সালে সেখানে মন্দির ভেঙেই সেখানে মসজিদ বানানো হয়েছিল। 


TikTok-এ শুট করতে মগ্ন, পুরুলিয়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ছাত্রের


অযোধ্যার জমি তাঁর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন হাবিবুদ্দিন। তবে তার ওপর শুনানি এখনো শুরু হয়নি। 


তিনি বলেন, জমির কোনও নথি আমার কাছে নেই। তবে মুঘলের বংশধর হিসাবে ওই জমিতে আমার অধিকারই সব থেকে বেশি। ইতিমধ্যে ৩ বার অযোধ্যায় গিয়েছেন হাবিবুদ্দিন। রাম লালার মন্দিরে পুজো দিয়ে দ্রুত মন্দির তৈরির প্রার্থনাও করেছেন তিনি।