নিজস্ব প্রতিবেদন: ভারত সেরা ধনীদের তালিকায় ফের শীর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ফোবর্স ম্যাগাজিন ২০১৮ সালে ভারতীয় ধনীদের যে তালিকা তৈরি করেছে আবারও তার শীর্ষ স্থান দখল করেছেন মুকেশ আম্বানি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহূর্তে মুকেশের সম্পত্তির পরিমাণ ৪০.১ বিলিয়ন ডলার বা ২,৬০,৫৮৯.৮৫ কোটি টাকা। উল্লেখ্য, বর্তমানে দুনিয়ায় মোট ২২০৮ জন ব্যক্তি রয়েছেন যাঁদের সম্পত্তি পরিমাণ বিলিয়নের ঘরে। এদের মধ্যে মুকেশ রয়েছেন ১৯তম স্থানে। ২০১৭ সালে তাঁর জায়গা ছিল ৩৩ নম্বরে। অন্যদিকে, ভারতে ১২১ জন শিল্পপতি রয়েছেন যাঁরা বিলিয়নেয়ার। এদের শীর্ষে রয়েছেন মুকেশ। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে পর এতজন বিলিয়নেয়ার রয়েছেন কেবল ভারতেই।


আরও পড়ুন-শামি একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত; মারধরও করেন, চাঞ্চল্যকর অভি‌যোগ স্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ৫৮৫ জন বিলিয়নেয়ার। অন্যদিকে চিনে রয়েছেন ৩৭৩ জন। অ্যামাজন-এর প্রধান জেফ বেজোস দুনিয়ার ধনীতম মানুষ। তাঁর সম্পত্তির পরিমাণ ১১২ বিলিয়ন ডলার বা ১১,২০০ কোটি ডলার। সম্পত্তির দৌড়ে তিনি এবার পেছনে ফেলে দিয়েছেন মাইক্রোসফটের মালিক বিল গেটসকে।


এদিকে, শোনা ‌যাচ্ছে শীঘ্রই সানাই বাজতে চলেছে আম্বানি পরিবারে। বিয়ে করছেন মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি। সম্ভবত এমাসেই এনগেইজমেন্ট হয়ে ‌যাবে। ফলে ছেলের বিয়ের আগেই সুখবর শোনাল ফোবর্স।