নিজস্ব প্রতিবেদন: মুকেশ আছেন মুকেশেই। ভারতের সবচেয়ে ধনীতম ব্যক্তি হিসাবে প্রথম স্থান দখলে রাখলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ অম্বানি। বলছে, ২০১৯ সালে ফোর্বসের রিপোর্ট। সম্প্রতি ভারতে ধনীতম ব্যক্তিদের সম্পদ তালিকা প্রকাশ করেছে ফোর্বস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, সম্পদের নিরিখে ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানি। তাঁর সম্পদের পরিমাণ ৫১৪০ কোটি ডলার। জিও লঞ্চ হওয়ার পর আরও ৪১০ কোটি ডলার সংযোজন করতে পেরেছেন তাঁর সম্পত্তিতে। ১৫৭০ কোটি ডলার সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। ৮ নম্বর থেকে সোা ২-এ পৌঁছে গেছেন গৌতম আদানি। অন্য দিকে, উইপ্রোর অধিকর্তা আজ়িম প্রেমজি ২নম্বর থেকে এক ধাক্কায় নেমে গিয়েছে ১৭ নম্বরে।



গত স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন, শিল্পপতিরাই দেশের দারিদ্র দূরীকরণে অগ্রণী ভূমিকা নেবে। মোদীর ডিজিটাল ভারতের স্বপ্নে গত দুই-তিন বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জিও। টেলিকম ক্ষেত্র মন্দা বাজার তৈরি হলেও রিলায়্যান্স তার একচেটিয়া বাজার দখল করতে সক্ষম হয়। জানা যাচ্ছে, এই মুহূর্তে রিলায়্যান্সের সাবসক্রাইবার প্রায় ৩৪ কোটি।


আরও পড়ুন- প্রাতঃভ্রমণে বেরিয়ে একা একাই সৈকত সাফাইয়ে নেমে পড়লেন মোদী, দেখুন ভিডিয়ো


উল্লেখ্য, ফোর্বস তালিকায় তৃতীয় স্থানে  অশোক লেল্যান্ড অধিকর্তা হিন্দুজা  (১৫৬০ কোটি ডলার), চতুর্থ স্থানে পালনজি মিস্ত্রি ১৫০০ কোটি জলার, পঞ্চম স্থানে কোটাক মহেন্দ্র ব্যাঙ্কের কর্ণধার উদয় কোটক। উল্লেখ্য, টপ একশো তালিকায় বেশ কিছু উদ্যোগপতিরাও রয়েছেন। যেমন, ৭২ নম্বর স্থানে বাইজু প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন। তাঁর সম্পত্তির পরিমাণ ১৯১০ কোটি ডলার। হলিরাম স্ন্যাক, জ্যাকুয়া, অস্ট্রল পলি টেকনিক সংস্থার কর্ণধাররাও রয়েছেন একশোর তালিকায়।