Article 370: কৃষি আইন বাতিলের পর ৩৭০ ধারা বাতিলের দাবি, মুখ খুললেন নকভি
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে নকভি বলেন, `জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ার ফলে বহু সমস্যার সমাধান হয়েছে
নিজস্ব প্রতিবেদন: কৃষকদের টানা আন্দালনের চাপে শেষপর্যন্ত ৩ কৃষি আইন বাতিল করেছে কেন্দ্র। এবার কাশ্মীরি নেতা সহ একাধিক মহল থেকে ৩৭০ ধারা ফেরানোর ও সিএএ বাতিলের দাবি উঠছে। এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। কেন্দ্রীয় মন্ত্রীর সাফ বক্তব্য, কৃষি আইন বাতিলের পর এবার রাজনৈতিক নাটক শুরু হয়েছে।
মোরাদাবাদে এক অনুষ্ঠানে নকভি বলেন, 'কেউ কেউ বলছে ৩৭০ ধারা এবার ফেরানো প্রয়োজন। এসব রাজনৈতিক নাটক ছাড়া আর কিছুই নয়। সিএএ নিয়েও কথা উঠছে। যারা এসব দাবি তুলছে তাদের জানা উচিত সিএএ কারও নাগরিকত্ব কাড়ার জন্য আনা হয়নি। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে। '
আরও পড়ুন-Saayoni Ghosh:জোরে গাড়ি চালিয়ে মানুষ মারার চেষ্টা! আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে নকভি বলেন, 'জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ার ফলে বহু সমস্যার সমাধান হয়েছে। জম্মু, কাশ্মীর ও লাদাখের মানুষের মূল স্রোতে আনা সম্ভব হয়েছে। তাদের রাজনৈতিক মূল স্রোতেও আনা সম্ভব হয়েছে।'
উল্লেখ্য, শুক্রবার তিন নয়া কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই তিন আইনের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েচেন প্রধানমন্ত্রী। বাতিল ঘোষণাই শুধু নয়, এবার সংসদে এনিয়ে প্রকির্য়াও শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এরকম এক অবস্থায় ৩৭০ ধারা ফেরানোর দাবি উঠছে বিভিন্ন মহল তেকে। এনিয়ে মুখ খুললেন নকভি।