ওয়েব ডেস্ক: ছেলে নয়, আগে ভাইয়ের জন্যই প্রচারে নামবেন সমাজবাদী পার্টির 'নেতাজী' মুলায়ম সিং যাদব। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজই ছেলে অখিলেশের হয়ে প্রচারের আগে ভাই শিবপালের জন্য প্রচার করার সিদ্ধান্ত প্রকাশ করেছেন প্রবীন সমাজবাদী নেতা।


প্রসঙ্গত, কেয়েক মাস ধরে চলতে থাকা যদু বংশের নাটক ইতি হয় অখিলেশের সাইকেল জয়ের মাধ্যমে। কার্যত আড়াআড়িভাবে ভাঙতে বসেছিল উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি। কিন্তু দলের উপর ছেলে অখিলেশের নিরঅঙ্কুশ আধিপত্যের প্রমাণ পেয়ে পিছু হঠেন বাবা মুলায়ম। অখিলেশ তারপর তাঁর পিতৃদেবকে কার্যত 'মার্গদর্শক' বসিয়ে দিয়ে, দলের সম্পূর্ণ ক্ষমতা নিজের হাতে তুলে নেনে। আর সেই ঘটনার ক্ষত যে অখিলেশের বাবা এখনও ভুলতে পারেনি তা পরিষ্কার আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে।


আরও পড়ুন- লখনউয়ে যৌথ রোড শো রাহুল ও অখিলেশের